ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ওবামার আগ্রা যাত্রা বাতিল হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ওবামার আগ্রা যাত্রা বাতিল হতে পারে সংগৃহীত

ঢাকা: বিশেষ কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সস্ত্রীক আগ্রা যাত্রা বাতিল হতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম এনিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।



সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রোববার (২৫ জানুয়ারি) সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনদিনের এই সফরকে কেন্দ্র করে দিল্লিসহ ভারত জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশটির  প্রেসিডেন্ট প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির একই মঞ্চে সালাম গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট।  

পরে ২৭ জানুয়ারি স্ত্রী মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে ভালোবাসার প্রতীক আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু বিশেষ কারণে তা বাতিল হতে পারে বলে সূত্র জানায়।

তবে সরকারিভাবে আগ্রা যাত্রা বাতিলের বিষয়টি জানানো হয়নি।

সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিনদিনের সফরে গেলেও নির্ধারিত সময়ের আগেই ভারত ত্যাগ করার সম্ভাবনা রয়েছে বারাক ওবামার।  

তবে শুক্রবার (২৩ জানুয়ারি) পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সূচি তিনদিনই ছিল।

এদিকে ওবামার ভারত সফরকে কেন্দ্র করে এরইমধ্যে ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে।
 
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবারই প্রথমবারের মতো যোগ দিচ্ছেন কোনো মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।