ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মদের বোতলে মহাত্মা, অতঃপর ... !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মদের বোতলে মহাত্মা, অতঃপর ... !

ঢাকা: বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিয়ার প্রস্তুতকারক কোম্পানি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির কানেকটিকাট রাজ্যের বিয়ার প্রস্তুতকারক কোম্পানি নিউ ইংল্যান্ড ব্রিউইং তাদের প্রস্তুতকৃত বিয়ারের বোতলের লেবেলে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার বন্ধ করার ঘোষণা দেয়।



এ আগে কোম্পানিটি তার গান্ধী-বট ব্র্যান্ডের বিয়ারের লেবেলে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর রোবটাকৃতির একটি ছবি ব্যবহার করে। বিষয়টি ব্যাপক আলোড়ন তৈরি করে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে এ ঘটনায় ভারতীয়-আমেরিকানদের তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।  

পরে ক্ষমা চেয়ে নিষ্কৃতি পায় তারা। শুক্রবার একটি বিবৃতিতে নিউ ইংল্যান্ড ব্রিউইং জানায়, ভারতীয়-আমেরিকানদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।