ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগার থেকে ছাড়া পেলেন মোবারকের দুই পুত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কারাগার থেকে ছাড়া পেলেন মোবারকের দুই পুত্র

ঢাকা: মিশরের গণআন্দোলনের চতুর্থ বর্ষপূতিতে উত্তাল রাজধানী কায়রো সহ পুরো মিশর। এর মধ্যে সোমবার চুপিসারে কারাগার থেকে মুক্তি পেলেন ক্ষমতাচ্যুত মিশরীয় স্বৈরশাসক হোসনি মোবারকের দুই পুত্র।



পিতার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ অন্যান্য অভিযোগে এতদিন কারাগারে বন্দী ছিলেন মোবারকের দুই পুত্র আলা ও গামাল।

সোমবার কায়রোর তোরাহ কারাগার থেকে ছাড়া পেয়ে রাজধানীর হেলিওপলিসে অবস্থিত নিজেদের বাড়িতে যান তারা।

এদিন ছিলো আরব বসন্তের ধাক্কায় মিশরে শুরু হওয়া মোবারক বিরোধী গণআন্দোলনের চতুর্থ বর্ষপূর্তির দ্বিতীয় দিন।

গত সপ্তাহে পিতার সঙ্গে মিশরের আদালতে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পান তারা।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।