ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের শিকারপুরে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর জেলার ইমামবরগাহ মসজিদে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় শিকারপুর সরকারি হাসপাতাল এবং পাশ্ববর্তী জেলা শুক্কুর ও লারকানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিকারপুর সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্ট শওকত মেমোন জানান, আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া মসজিদটির ধ্বংসাবশেষ থেকে নতুন করে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির শীর্ষ গণমাধ্যম ডন।

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী কাইম আলী শাহ এ হামলায় নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।