ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতায় জানুয়ারিতে দেড় হাজার ইরাকির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সহিংসতায় জানুয়ারিতে দেড় হাজার ইরাকির প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় শুধু জানুয়ারিতেই দেড় হাজার ইরাকি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ হাজার ২৪০ জন।



রোববার (০১ ফেব্রুয়ারি) জাতিসংঘের অ্যাসিট্যান্স মিশন ফর ইরাক (ইউএনএএমআই) এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। হতাহতদের মোট সংখ্যার অর্ধেকই বেসামরিক মানুষ বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

এছাড়াও নিহতদের মধ্যে ৫৮৫ জন রয়েছেন ইরাকের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইউএনএএমআই’র তথ্য অনুযায়ী দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ  হলো বাগদাদ। জানুয়ারি মাসে বাগদাদেই বেসামরিক হতাহতের সংখ্যাই ১ হাজার ০৪ জন। বাগদাদের পরেই ক্ষতিগ্রস্ত প্রদেশের তালিকায় আছে দিয়ালা ও আনবার।

সুন্নি এবং আদিবাসী নেতারা শিয়া মিলিশিয়াদের ওপর এ হতাহতের দায় চাপিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী বাগদাদে নিরাপত্তা বিষয়ক একটি সভায় দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানান, বাগদাদ ও অন্যান্য প্রদেশে যারা গণহত্যা চালিয়েছে তারা সন্ত্রাসীদের মতই ভয়ঙ্কর এবং ঘৃণ্য।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।