ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের অতিথি চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের অতিথি চীনা প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সাত বছরের বিরতির পর আগামী ২৩ মার্চ প্রজাতন্ত্র দিবসে এই যৌথ সামরিক কুচকাওয়াজের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।



পাকিস্তানের এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হচ্ছে যার কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে ভারতের প্রজাতন্ত্র দিবসের জমকালো আয়োজন। যেখানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনবাহিনীর যৌথ আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে সমরাস্ত্র প্রদর্শনী ও পাকিস্তানের অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠান।

কুচকাওয়াজের স্থান এখনও নির্ধারিত না হলেও রাজধানী ইসলামাবাদের আশপাশের কোনো স্থানে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে পারে বলে ডনকে জানিয়েছেন পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা।

পাকিস্তানে প্রজাতন্ত্র দিবসে সর্বশেষ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিলো ২০০৮ সালের ২৩ মার্চ। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।