ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোয় পরিত্যক্ত শ্মশানে ৬১ লাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
মেক্সিকোয় পরিত্যক্ত শ্মশানে ৬১ লাশ

ঢাকা: মেক্সিকোর প্রশান্ত মহাসাগর তীরবর্তী রাজ্য গুয়েরেরোর একটি পৌরসভার পরিত্যক্ত শ্মশান থেকে ৬১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গুয়েরেরো রাজ্যের আসাপুলকো পৌরসভার ওই শ্মশান থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।



স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রায় এক বছর ধরে পরিত্যক্ত ওই শ্মশান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিকট গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

প্রশাসনিক কর্মকর্তারা জনান, উদ্ধারকৃত মরদেহের একটিও পোড়ানো হয়নি।

এই মরদেহগুলো নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকলেও প্রশাসন এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না।

তবে, গত সেপ্টেম্বরে স্থানীয় ইগুয়ালা শহরে বিক্ষোভে যোগদানের পথে নিখোঁজ হওয়া ৪৩ ছাত্রের মরদেহ উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহের কথা জানিয়েছে বিভিন্ন সূত্র। যদিও সরকার ও তদন্তকারী দলের তরফ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রদের হত্যার পর পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে অপরাধী চক্র।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।