ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পৃথিবীর প্রথম রোবটচালিত হোটেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পৃথিবীর প্রথম রোবটচালিত হোটেল! ছবি: সংগৃহীত

ঢাকা: রোবট আবিষ্কারের পর নানা কাজে মানুষের বিকল্প হিসাবে চিন্তা করা হয়েছে রোবটকে। তবে হোটেলকর্মী হিসাবে রোবটের ভূমিকা এই প্রথম।



এ বছরের জুলাই মাসেই জাপানের নাগাসাকিতে উন্মুক্ত হতে যাচ্ছে পৃথিবীর প্রথম রোবটচালিত হোটেল।

৭২ কক্ষবিশিষ্ট এ হোটেলটির সমস্ত কর্মযজ্ঞই পরিচালিত হবে মানবসদৃশ রোবট কর্মচারীদের দ্বারা। হোটেলটির মূল পরিকল্পনা এবং বাস্তবায়নকারী নাগাসাকির হুইস টেন বস নামের একটি থিমপার্ক।

থিম পার্কটির পরিচালক হিদিও সাওয়াদা জানান, আমরা হোটেলটিকে আধুনিক সেবা সম্বলিত অন্যতম সেরা হোটেল হিসাবে তৈরি করছি। এখানে সেবার তুলনায় খরচও অনেক কম হবে বলে জানান তিনি।

এ হোটেলটির নামকরণ করা হবে ‘হেন-না হোটেল’। যার অর্থ দাঁড়ায় অদ্ভুত হোটেল।  

হেন- না হোটেলের কর্মচারী রোবটেরা লাগেজ বহন থেকে শুরু করে চায়ের কাপ রাখার মত খুঁটিনাটি সব মনুষ্য সুলভ কাজ করতে পারবে। এমনকি অতিথিদের অভ্যর্থনা জানানোর সময় রোবটগুলো হাসতে পারবে বলেও জানান সাওয়াদা।

এছাড়াও এই রোবটেরা কথা বলতে সক্ষম। তারা জাপানি, চাইনিজ, কোরিয়ান এবং ইংরেজী এ চারটি ভাষা খুব চমৎকারভাবে বুঝতে ও বলতে সক্ষম।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।