ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পশ্চিমাদের জন্যই ইউক্রেন সঙ্কট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
পশ্চিমাদের জন্যই ইউক্রেন সঙ্কট

ঢাকা: ইউক্রেনকে অস্থিতিশীল করার জন্য আবারও পশ্চিমাদের দিকে আঙ্গুল তুললেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।   তিনি বলেন, পশ্চিমাদের জন্যই ইউক্রেন সঙ্কটের সৃষ্টি।



সোমবার মিসরের একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে পুতিন বলেন, ন্যাটো সম্প্রসারণ বন্ধে পশ্চিমাদের যে প্রতিশ্রুতি ছিল তা থেকে তারা সরে এসেছে। বিভিন্ন দেশকে হয় পশ্চিমা কিংবা রাশিয়াকে বেছে নেওয়ার জন্য চাপ দিয়েছে।

বুধবার ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি এ চারদেশের মধ্যে সংলাপের আগে এমন মন্তব্য করলেন পুতিন।

পুতিন তার বক্তব্যে রাশিয়া ইউক্রেনকে অশান্ত করছে পশ্চিমাদের এমন অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে সৈন্য ও বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র সরবরাহ করছে না।

পূর্ব ইউক্রেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন এবং ১৫ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। দীর্ঘদিন ধরে দোনেস্কে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দেবালসেভ ঘিরে এ সংঘর্ষ চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।