ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আম আদমির জয়ে দিল্লিতে ঝাড়ু সঙ্কট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
আম আদমির জয়ে দিল্লিতে ঝাড়ু সঙ্কট! ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লিতে নিরঙ্কুশ বিজয়ের পথে আম আদমি পার্টি। মঙ্গলবারের ভোট গণনায় প্রায় সব আসনেই এগিয়ে রয়েছে দলটি।

এ পরিস্থিতিতে পোয়াবারো দিল্লির ঝাড়ুবিক্রেতাদের।

বিজয়ের এই সন্ধিক্ষণে দলের নেতাকর্মীদের কাছে তাই বেড়ে গেছে দলের প্রতীক ঝাড়ুর চাহিদা। দিল্লির দোকান থেকে উধাও ঝাড়ু। যেখানে ৪০ থেকে ৫০ রুপিতে বিক্রি হওয়া ঝাড়ু এখন পাওয়া যাচ্ছে না ১৫০ রুপিতে। কোথাও কোথাও তার থেকেও বেড়ে গেছে ঝাড়ুর দাম।

দিল্লির গোল মার্কেটের একজন ঝাড়ুবিক্রেতা জানান, তার দোকানে আর কোনো ঝাড়ু নেই, সর্বশেষ ঝাড়ুটি তিনি বিক্রি করেছেন ১২০ রুপিতে।

আরেক দোকানদার অন্তরাম বলেন, তার দোকানের সব ঝাড়ু ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এছাড়া ঝাড়ুর পাইকারি সরবরাহকারী জানিয়েছে এক সপ্তাহের আগে তারা কোনো ঝাড়ু সরবরাহ করতে পারবে না।

এছাড়া দক্ষিণ দিল্লির শান্ত নগর, লাজপত নগর এবং সিআর পার্ক এলাকায় ঝাড়ুর দাম দেড়শ’ রুপি পার হয়ে গেছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

উল্লেখ্য, শনিবার হওয়ার ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন। ইতোমধ্যেই ৭০ আসনের বিধানসভায় প্রায় সবগুলো ৬৪ আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টির প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** আম আদমির দিল্লি জয়, ভরাডুবি বিজেপি-কংগ্রেসের
** আম আদমির দিল্লি দখল
** আম আদমি এগিয়ে ৫২ আসনে, বিজেপি ১২, কংগ্রেস ১
** দিল্লিতে নিরঙ্কুশ জয়ের পথে আম আদমি পার্টি
** দিল্লি জয়ের পথে আম আদমি
** আম আদমি এগিয়ে ৩০ আসনে, বিজেপি ১৫
** আম আদমি এগিয়ে ২২ আসনে, বিজেপি ১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।