ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

৩০ বাসযাত্রীকে অপহরণ করলো বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
৩০ বাসযাত্রীকে অপহরণ করলো বোকো হারাম ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ান জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সীমান্তবর্তী  ক্যামেরুনের একটি শহর থেকে ৩০ বাসযাত্রীকে অপহরণ করেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে ক্যামেরুনের কর্তৃপক্ষ।


 
কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলে নাইজেরীয় সীমান্ত সংলগ্ন ট্যুরো এলাকায় ওঁত পেতে থাকা বোকো হারাম জঙ্গিরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বাসযাত্রীদের অপহরণ করে। এ সময় ক্যামেরুনের অন্তত নয়জন নিরাপত্তা সদস্য আহত হন।

এর আগে গত ১ জানুয়ারি একই স্থানে ১১ বাসযাত্রীকে হত্যা করে বোকো হারাম।


বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।