ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ২ আহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
দ. কোরিয়ায় শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ২ আহত ৪৩

ঢাকা: দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি সেতুর ওপর শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দু’জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর।

বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালের দিকে দেশটির রাজধানী সিউলের সঙ্গে ইনচিওনের সংযোগস্থাপনকারী সেতুতে এ নজিরবিহীন দুর্ঘটনা ঘটে।

কুয়াশা ও পিচ্ছিল বরফের আস্তরণ এ সংঘর্ষের কারণ বলে ধারণা করা হলেও এখনই এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না পুলিশ।

দুর্ঘটনাকবলিত একটি গাড়ির চালকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘন কুয়াশায় সামনের দিকটা একেবারেই অস্পষ্ট হওয়ার কারণে শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।