ঢাকা: ভূ-মধ্য সাগরের ইতালিয়ান উপকূলে দুই হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা করেছে দেশটির কোস্টগার্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইতালির লাম্পেডুজা দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এদের উদ্ধার করা হয়।
ইতালির কোস্টগার্ড ও পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অভিযান চালিয়ে লিবিয়া ও তৎসংলগ্ন উপকূল থেকে ছেড়ে আসা ১২টি নৌকার ২ হাজার ১৬৪ অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই ভূ-মধ্য সাগরীয় অঞ্চলের বাসিন্দা।
ইতালির যোগাযোগমন্ত্রী মাউরিজিও লুপি জানান, অভিযান চলাকালে কয়েকটি স্পিডবোটের সশস্ত্র কিছু আরোহী নিরাপত্তা বাহিনীর কাছ থেকে নৌকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার ব্যর্থ চেষ্টা করে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর উত্তর আফ্রিকা থেকে নৌকাযোগে অবৈধভাবে ইতালি ঢুকতে গিয়ে তিন হাজার দুইশ’রও বেশি প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫