ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) ২১ মিশরীয় খ্রিস্টান নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ সভার মডারেটর জন চ্যালমার্সের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ শোক জানান।
পোপ বলেন, তারা (২১ মিশরীয়) একমাত্র খ্রিস্টান বলেই বর্বর সন্ত্রাসীরা তাদের শিরশ্ছেদ করেছে।
এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কমলা রঙের পোশাক পরিহিত ও পেছন থেকে হাতকড়ায় বাঁধা ২১ মিশরীয় নাগরিককে গলা কেটে হত্যা করার দৃশ্য ভিডিওতে প্রকাশ করে আইএস।
ভিডিওটির শিরোনামে লেখা ছিল, ‘রক্তে স্বাক্ষরিত এ ভিডিওর বার্তা ক্রুস ব্যবহারকারী জাতির জন্য’।
ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখল করে খেলাফত ঘোষণা করা আইএসের দাবি, এ ২১ জনকে হত্যার মাধ্যমে মিশরীয় খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের অপমানের বদলা নিয়েছে তারা।
গত বছরের জানুয়ারিতেই আইএসের লিবিয়া শাখা পৃথক হামলা চালিয়ে ওই ২১ মিশরীয় খ্রিস্টানকে অপহরণ করে।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫