ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আমেরিকার পূর্বাঞ্চলে স্মরণকালের তীব্র শীত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
আমেরিকার পূর্বাঞ্চলে স্মরণকালের তীব্র শীত ছবি : সংগৃহীত

ঢাকা: আমেরিকার পূর্বাঞ্চলের তাপমাত্রা হঠাৎ করে স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইট কমে গেছে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তীব্র এই শীত।



সাইবেরিয়া থেকে প্রবাহমান তীব্র ঠাণ্ডা বাতাস এতোটাই হিমশীতল যে এ অঞ্চলের শিকাগো শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এতে উত্তর-পূর্ব প্রবেশ পথে ট্রেন চলাচলের ওপরও বিরূপ প্রভাব পড়েছে।

তীব্র ঠাণ্ডার প্রভাব পড়েছে কানাডিয় প্রদেশ ওনটারিও ও মানিটোবায়ও।

এমন বরফ ঠাণ্ডা তামপাত্রা শুক্রবারও থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আমেরিকার পূর্বাঞ্চলীয় কেনটুকির পাডুকাহসহ বেশিরভাগ এলাকায় মাইনাস ৮ ডিগ্রি ফারেনহাইট (-২২ সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।