ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হঠাৎ কাবুলে নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
হঠাৎ কাবুলে নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার

ঢাকা: পেন্টাগনের নতুন প্রধান অ্যাশটন কার্টার অঘোষিত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করছেন। ডন অনলাইনের খবরে বলা হয়, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর ভবিষ্যৎ নিয়ে কমান্ডার ও আফগান নেতাদের সঙ্গে কথা বলতেই কার্টারের এ আচমকা সফর।



দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে শনিবার কাবুল পৌঁছান নতুন প্রতিরক্ষামন্ত্রী। দীর্ঘ ১৩ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করছে মার্কিন বাহিনী।

সফরে কার্টার প্রেসিডেন্ট আশরাফ গণি ও অন্যান্য আফগান নেতাদের সঙ্গে দেখা করবেন। সেখানে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

বর্তমানে আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণামতে, এ বছরের মধ্যে ৫ হাজার সেনা আফগানিস্তান ত্যাগ করবে। তবে আরো বেশি সেনা আফগানিস্তান ছাড়ার কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।