ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

শুধুমাত্র বলপ্রয়োগে ‌উগ্রবাদ নির্মূল সম্ভব না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
শুধুমাত্র বলপ্রয়োগে ‌উগ্রবাদ নির্মূল সম্ভব না ছবি: সংগৃহীত

ঢাকা: ৬০টির বেশি দেশের অংশগ্রহণে হোয়াইট হাউজে হয়ে গেল জঙ্গি ও উগ্রবাদ নির্মূল সম্মেলন। সেখানে বিশ্বনেতারা মোটামুটি এ সিদ্ধান্তে একমত হয়েছেন যে, শুধুমাত্র বলপ্রয়োগে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না।

বরং এতে করে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

ওয়াশিংটনে তিন দিনব্যাপী ‘কাউন্টারিং ভায়োলেন্ট সামিট’ ( সিভিই) সম্মেলনে চলমান উগ্রবাদের সমস্যা সমাধানে অনেকগুলো সুপারিশ উঠে আসে। এর মধ্যে মানুষের মন জয়ের মতো বিষয়ও আলোচনায় আসে।  

অংশগ্রহণকারীরা সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসবাদ এ শব্দগুলোর সঙ্গে ধর্ম, জাতীয়তার কোনো যোগসাজশ নেই বলে জোর দেন। তারা ধর্মভিত্তিক যেকোনো বঞ্চনা, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার শেষ হওয়া ওই সম্মেলনে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, আরব লিগের মতো শীর্ষস্থানীয় সংগঠনও যোগ দেয়।

সম্মেলনে আফগানিস্তান, ডেনমার্ক, মিসর, ফ্রান্স, কেনিয়া, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেনে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।