ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আল্পস পর্বতে বরফ ধসে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
আল্পস পর্বতে বরফ ধসে ৩ জনের মৃত্যু

ঢাকা: ইউরোপ অঞ্চলের সবচেয়ে দীর্ঘ আল্পস পর্বতমালায় স্কি খেলতে গিয়ে বরফ ধসে তিন ইতালিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন নারী।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ ক’জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইতালি-সুইজারল্যান্ড সীমান্ত সংলগ্ন আল্পস পর্বতের ‘মৃত্যু উপত্যকা’ নামে পরিচিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জ্য মারি নামে ইতালিয়ান পুলিশের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, হতাহত ওই লোকজন প্রতিবেশী দু’দেশের সীমান্ত সংলগ্ন গ্রান্ড সেন্ট বার্নার্ড পাসের নিকটবর্তী একটি এলাকায় স্কি করছিলেন।

এ সময় প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি বরফের আচ্ছাদন এসে তাদের চাপা দেয়। খবর পেয়ে উদ্ধারকারী দল হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

স্থানীয় সংবাদমাধ্যমের হিসাবে, কেবল এই শীতে আল্পস পর্বতে বরফ ধসে ২৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।