ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

এব‍ার ইরাক থেকে শতাধিক অপহরণ আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এব‍ার ইরাক থেকে শতাধিক অপহরণ আইএসের

ঢাকা: লিবিয়া, সিরিয়ার পর এবার ইরাকের তিকরিত থেকে নয় বালকসহ শতাধিক লোককে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

তিকরিতের প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ আনোয়ার আসি আল-ওবেদিকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।



আসি আল-ওবেদি জানান, তিনদিন আগে তিকরিতের পূর্বাঞ্চলের রুবাইধা নামে একটি গ্রাম থেকে মোট ২২৭ জনকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। এদের মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকিদের জিম্মি করে রাখা হয়েছে।

তিনি আরও জানান, অপহৃত বালকদের প্রায় সবারই বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে।

তাদের এখন কোথায়-কীভাবে রাখা হয়েছে সে ব্যাপারে কেউ কিছু জানে না বলেও উল্লেখ করেন আসি আল-ওবেদি।

এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সিরিয়ার আল-হাসাকেহ প্রদেশের দু’টি গ্রাম কুর্দিস্থানের সামরিক বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার পর সেখানকার অন্তত ৯০ খ্রিস্টানকে অপহরণ করে আইএস জঙ্গিরা।

গত জানুয়ারিতে লিবিয়া থেকে ২১ খ্রিস্টানকে অপহরণের পর গত ১৫ ফেব্রুয়ারি তাদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশে অপহরণের ঘটনায় সৃষ্ট উদ্বেগ আতঙ্কে রূপ নিয়েছে।

যদিও এসব ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমা বিশ্ব বা সংশ্লিষ্ট সরকার।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।