ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারি অস্ত্রশস্ত্র প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ভারি অস্ত্রশস্ত্র প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন

ঢাকা: যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে ভারি অস্ত্রশস্ত্র প্রত্যাহার শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।



এর আগে রাশিয়া সমর্থক বিদ্রোহীরা তাদের ভারি অস্ত্র প্রত্যাহার করে নেয়। যদিও পর্যবেক্ষকরা তার প্রমাণ পায়নি।

গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের সংঘাতময় অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তার কয়েকদিন পরই ইউক্রেনের দেবালটসেভ শহর দখল করে নেয় বিদ্রোহীরা।

ক্রিমিয়া দখল নিয়ে গত বছরের এপ্রিল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক শহরে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়।

জাতিসংঘের মতে, সেই থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮০০ জন নিহত হয়েছেন। যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়।

ইউক্রেনের সরকার, পশ্চিমা নেতারা ও ন্যাটোর দাবি, রাশিয়া অস্ত্রশস্ত্র দিয়ে বিদ্রোহীদের সাহায্য করছে। এমন অভিযোগ রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।