ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে রেললাইনে ১০ কেজি বোমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
আসামে রেললাইনে ১০ কেজি বোমা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গোয়ালপাড়ার একটি রেললাইনে ১০ কেজি বোমা পেতেছে দুর্বৃত্তরা। তবে, খবর পেয়ে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এ বোমা নিষ্ক্রিয় করে ফেলেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।



স্থানীয় সেনাবাহিনী সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী জানায়, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে পুরো ভারতের সংযোগস্থাপনকারী এ গুরুত্বপূর্ণ রেললাইনের পাতের নিচে আরডিএক্স ও টিএনটি’র মতো বিস্ফোরকযুক্ত ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নামে বোমাটি পেতে রেখে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়।

আসন্ন ‍রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা ছড়ানোর জন্য রাজধানী এক্সপ্রেসসহ এ ধরনের যাত্রীবাহী ট্রেনকে বিপদে ফেলতে এই ভয়ংকর ফাঁদ পাতার চেষ্টা চালানো হয়েছে বলে মনে করছে সেনা সূত্র।

এ ব্যাপারে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা না গেলেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে (উলফা) দায়ী করছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।