ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পারমানবিক বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে সম্ভাব্য চুক্তির ক্ষতিকর দিক নিয়ে দেশটির কংগ্রেসে ভাষণ দিতে তিনি সেখানে গিয়েছেন।



মঙ্গলবার (০৩ মার্চ) কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেনিয়েমিন নেতানিয়াহুর।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো রকম চুক্তি হলে, সেটি প্রতিবেশি তেহরানকে পারমানবিক বোমা বানানোর সুযোগ করে দিতে পারে। ফলে ইসরায়েলকে নিরাপদ রাখার জন্য সবকিছুই তিনি করতে রাজি।

তার এই কথায় এরমধ্যেই ইসরায়েল এবং হোয়াইট হাউজের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে। হোয়াইট হাউজকে না জানিয়েছেই কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছে রিপাবলিকানরা।

তবে তার এই ভাষণ দেওয়ার বিষয়ে ওবামা প্রশাসনকে আগে কিছুই জানানো হয়নি, যা হোয়াইট হাউজকে ক্ষুব্ধ করেছে। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।