ঢাকা: সুশাসনের অঙ্গীকার দিয়ে ক্ষমতায় আসা আফগানিস্তানের নতুন সরকার প্রশাসনে ব্যাপক ছাঁটাই-নিয়োগ শুরু করেছে। তবে, সোমবার (২ মার্চ) এক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট আশরাফ গণির সরকার।
এক আদেশের মাধ্যমে এদিন রাজধানীভুক্ত কাবুল প্রদেশের ১৭টি জেলার পুলিশ প্রধানসহ ২৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে মাদকবিরোধী অভিযানের নেতৃস্থানীয় কর্মকর্তারাও আছেন।
তবে, প্রেসিডেন্ট আশরাফ গণির কার্যালয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগেরই প্রতাপশালী জমিদারদের সখ্য রয়েছে। রাষ্ট্রের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রতাপশালী জমিদাররা আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের সহায়তা নিয়ে থাকেন।
অবশ্য, প্রেসিডেন্টের কার্যালয়ের তত্ত্বাবধানে বিশেষ কমিশনের নির্বাচনের মাধ্যমে বরখাস্ত কর্মকর্তাদের স্থলাভিষিক্তরাও দায়িত্ব নিয়ে নিয়েছেন। নতুন কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান রাহিমি বলেন, ‘অরাজনৈতিক পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে’ সংস্কার অব্যাহত থাকবে।
নির্বাচনে জয়লাভের পর গত সেপ্টেম্বরে প্রেসিডেন্টের আসনে বসা আশরাফ গণি দুর্নীতির অভিযোগ তুলে বেশ কিছু আমলাকেও এর আগে বরখাস্ত করেন।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫