ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

দলে দ্বন্দ্ব, মনে দুঃখ কেজরিওয়ালের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
দলে দ্বন্দ্ব, মনে দুঃখ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ঢাকা: দলে চলমান সঙ্কটের কারণে দুঃখ পেয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কিছুদিন ধরেই নিজ পদে কেজরিওয়ালের থাকা না থাকা নিয়ে এএপিতে নানা গুঞ্জণ ও টানাপোড়েন চলছে।

সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে মঙ্গলবার (৩ মার্চ) পর পর দু’টি টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেজরিওয়াল।

প্রথম টুইটে তিনি বলেন, দলে যা হচ্ছে, তা নিয়ে আমি সত্যিই আঘাত পেয়েছি। দিল্লির জনগণের সঙ্গে এটি বিশ্বাসঘাতকতা।

পরের টুইটে বলেন, এ কুৎসিত দ্বন্দ্বে আমি নিজেকে জড়াতে চাই না। দিল্লির সরকার পরিচালনাতেই আমার মনোযোগ থাকবে।

এএপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে দল থেকে কেজরিওয়ালকে সরাতে ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকজন নেতা অভিযোগ করেন, কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন দলের দুই নেতা যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণ।

এদিকে চলমান ক্ষমতার লড়াইয়ের সূত্র ধরে আলোচনা করতে আগামীকাল বুধবার (৪ মার্চ) এএপির জাতীয় নির্বাহী বৈঠক বসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।