ঢাকা: শ্রীলঙ্কান জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়লে ভারতীয় জেলেদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংহে।
তামিল থানথি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি এ হুমকি দেন।
প্রধানমন্ত্রী বিক্রমেসিংহে বলেন, কেউ যদি আমার বাড়ি ভাঙ্গার চেষ্টা করে, আমি তাকে গুলি করে হত্যা করার অধিকার রাখি। আইন আমাকে এই অধিকার দিয়েছে। এটা আমাদের সমুদ্রসীমা। জাফনার জেলেরা এখানে মাছ ধরার অধিকার রাখে। কিন্তু আমরা তাদেরকেও থামিয়ে দিয়েছি। অথচ ভারতীয় জেলেরা এখানে ঢুকে পড়ে।
গত মাসে শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে পড়ার কারণে দেশটির নৌবাহিনীর হাতে ১০টি নৌকাসহ ৮৬ জন ভারতীয় জেলে আটক হয়।
এদিকে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর হুমকির প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, এই সমস্যা হঠাৎ করেই সমাধান করা সম্ভব নয়। আমরা উভয় দেশই বন্ধু এবং প্রতিবেশীসুলভ মানসিকতা নিয়ে এর স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো।
এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সপ্তাহে দুই দিনের সফর উপলক্ষ্যে শ্রীলঙ্কায় অবস্থান করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার (০৬ মার্চ) সুষমার সাথে বৈঠকে ভারতের সাথে বন্ধন আরো মজবুত করতে শ্রীলঙ্কা বদ্ধপরিকর বলে জানান দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫