ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শাসক গোষ্ঠীর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেনে নেওয়ার এখনই সময় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত বাশার জাফরি।
সিরিয়া যুদ্ধের চতূর্থ বর্ষপূর্তির প্রাক্কালে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট বাশার একজন শক্ত শাসক উল্লেখ করে জাফরি বলেন, আমরা আমাদের দেশে এমন কোনো শূন্যতা চাই না, যার ফলে লিবিয়া, ইরাক এবং আফগানিস্তানের মতো এখানেও দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়ে।
এদিকে ব্রিটেন এবং ফ্রান্স সিরিয়ার নতুন সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়ে দিয়েছে, বাশার আল-আসাদ যদি ইসলামিক স্টেট (আইএস) কিংবা আল-কায়েদার সাথেও যুদ্ধ করতে চায়, সেই ক্ষেত্রেও তার ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
এ বিষয়ে জাফরি বলেন, আমরা তাদের (পশ্চিমা শাসক গোষ্ঠী) সাথে সমঝোতায় যেতে চেয়েছিলাম, কিন্তু তারা তা চায় না।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শাসকগোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার সরকারের ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০১১ সালে নিষেধাজ্ঞা আরোপ করে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫