ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৪২

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাইদুগরি শহরে পরপর তিনটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় একটি বাজার লক্ষ্য করে।



প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পোস্ট অফিসের নিকটবর্তী ব্যস্ত বাণিজ্যিক এলাকায় পরপর দু’টি বিস্ফোণ ঘটে। কিছুক্ষণ পর ‍পাশেই বিস্ফোরিত হয় তৃতীয় বিস্ফোরণটি।

মাইদুগরি নাইজেরিয়ার সহিংসতা কবলিত বোর্নো রাজ্যের রাজধানী। এই এলাকায় গত কয়েক বছর ধরেই ত্রাসের রাজত্ব্ চালিয়ে আসছে জঙ্গি সংগঠন বোকো হারাম। অল্প কিছুদিন আগেও মাইদুগিরি দখলে ব্যর্থ প্রচেষ্টা চালায় জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।