ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় বন্দুকধারী হামলায় ১২ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
সিরিয়ায় বন্দুকধারী হামলায় ১২ জঙ্গি নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি শহরে হামলা চালিয়ে আইএস’রই ১২ সদস্যকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শনিবার (৭ মার্চ) রাতে ইরাক সীমান্তবর্তী শহর আল-মায়াদিনে দু’টি মোটরবাইকে চড়ে বন্দুকধারীরা এ হামলা চালায়।



যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীরা আদালতের কাছে আইএস জঙ্গিদের তল্লাশি কেন্দ্রে হামলা চালানোর আগে গোষ্ঠীটির টহলরত সদস্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে। দু’টি স্থানে বন্দুকধারীদের হামলায় আইএসের ১২ সদস্য নিহত হয়।

প্রায় একইসময়ে ওই শহরে আইএসের আরও একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালায় বন্দুকধারীরা। এই হামলায়ও বেশ ক’জন নিহত হয়।

ইরাকি সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী আইএস নিয়ন্ত্রিত আল-মায়াদিন শহরটি সিরিয়ার দেইর আল-জোর প্রদেশে অবস্থিত। এই শহরটি দখলে থাকায় আইএস সিরিয়ার ওই অঞ্চলে বেশ শক্ত অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।