ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত একটি কারাগার থেকে অন্তত ৯৫ জন বন্দি পালিয়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) তুরস্ক সীমান্ত থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আল-বাব শহরে বন্দি পালানোর এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর)।
সংস্থটি জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে অন্তত ৩০ জন কুর্দি যোদ্ধা ছিল।
সিরিয়ার উত্তরাঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসলামিক স্টেট আদালত, কারাগারসহ রাষ্ট্র পরিচালনার অন্যান্য প্রতিষ্ঠান চালু করেছে।
এসওএইচআর আরো জানায়, আল-বাব শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে লাউডস্পিকারে পালিয়ে যাওয়া বন্দিদের ধরিয়ে দিতে বারবার সেখানকার জনগণকে নির্দেশ দিচ্ছে আইএস।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫