ঢাকা: সাত বছর পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান।
গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসমূলক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে স্থগিতাদেশ তুলে নেওয়ার এক মাস পর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে, তাদের সাজা কার্যকরে আর কোনো বাধা নেই।
দেশটির মানবাধিকার সংস্থা জানিয়েছে, পাকিস্তানের কারাগারগুলোয় ৮ হাজারেরও বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এর মধ্যে অন্তত ১ হাজারের আপিল এবং ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫