ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে অতর্কিত হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
আফগানিস্তানে অতর্কিত হামলায় ৭ পুলিশ নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ক’জন।



উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশ থেকে প্রতিবেশী তাখার প্রদেশে বেতন তুলতে যাওয়ার পথে বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের ওপর এই হামলা চালানো হয়। সশস্ত্র হামলাকারীদের দলে ৩০ জন সদস্য ছিল।

কুন্দুজ প্রদেশের দাশতি আর্চি জেলার গভর্নর নাসরুদ্দিন খানকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারীরা আগে থেকে ওঁৎ পেতে ছিল। বেতন তুলতে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছামাত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই কেন্দ্রীয় পুলিশের তিনজন ও স্থানীয় পুলিশের চারজন নিহত হন।

কেউ এই হামলার দায় স্বীকার না করলেও ১৩ বছর ধরে সন্ত্রাসী তৎপরতা চালানো তালেবান গোষ্ঠীকে এ ধরনের হামলা জন্য দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।