ঢাকা: দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার মধ্যেই কোরীয় উপসাগরে স্থল থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, অভিযোগ দক্ষিণ কোরিয়ার।
বৃহস্পতিবার (১২ মার্চ) দক্ষিণ কোরিয়া-মার্কিন বার্ষিক সামরিক মহড়ার শেষ দিনে এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় কোরীয় উপসাগরের পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন।
পিয়ংইয়ং বরাবরই এ মহড়াকে আগ্রাসনের জন্য প্রস্তুতি (রিহার্সেল) বলে অভিযোগ করে আসছে। তাই মহড়া চলাকোলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
শুধুমাত্র ২০১৪ সালে এর ব্যতিক্রম ঘটে। সেবছর কোনো উত্তেজনা ছাড়াই সামরিক মহড়া শেষ করে দক্ষিণ কোরিয়া।
তবে চলতি বছর সামরিক মহড়ার শুরু দিকে দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। তখন থেকেই আবার উত্তেজনা সৃষ্টি হয় কোরীয় অঞ্চলে।
ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়া অভিযোগ করলেও উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে এ নিয়ে কোনো সংবাদই প্রচারিত হয়নি। দেশটির সরকারের তরফ থেকেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।
যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের যুদ্ধের সমাপ্তি ঘটলেও তখন থেকেই দুই কোরীয় দেশের মধ্যে চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫