ঢাকা: সারাজীবন ভ্যাটিকানে থাকার চেয়ে পোপের পদ থেকে অবসর নেওয়াই বেশি পছন্দ করবেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
পোপ হিসেবে দায়িত্বপালনের দ্বিতীয়বর্ষপূর্তির প্রাক্কালে মেক্সিকোর টেলিভিশন চ্যানেল টেলিভিশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
ধারণা করা হচ্ছে, পূর্বসূরী পোপ বেনেডিক্ট ষোড়শের মতো তিনিও পদত্যাগ করতে পারেন যেকোনো সময়।
সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, পোপ হিসেবে আমার সময় হয়তো খুবই সংক্ষিপ্ত। চার অথবা পাঁচ বছর। আমি আসলে জানি না, দুই বা তিন বছরও হতে পারে।
এ সময় তিনি পূর্বসূরী পোপ বেনেডিক্টের ২০১৩ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, হয়তো তিনিই একমাত্র পোপ নন, যিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৩ সালের ১৩ মার্চ সাবেক পোপ বেনেডিক্ট ষোড়ষের স্থলাভিষিক্ত হন পোপ ফ্রান্সিস। তিনিই প্রথম লাতিন আমেরিকান, যিনি পোপের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫