ঢাকা: ‘ধর্ষণ’র অভিশাপ থেকে যেন বেরিয়েই আসতে পারছে না ভারত। এবার দেশটির পশ্চিমবঙ্গে গণধর্ষণের শিকার হয়েছেন ৭৪ বছর বয়সী খ্রিস্টান মিশনারি স্কুলের এক নান।
শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের রানাঘাট এলাকার একটি খ্রিস্টান মিশনারি স্কুলে প্রথমে লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এরপর তারা ওই নানকে ধর্ষণ করে।
পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ছয় ব্যক্তির সন্ধান করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মিশনারি স্কুলটির ভেতরের গোপন ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ থেকে তাদের ছবি পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কলকাতার ঊর্ধ্বতন যাজক থমাস ডি’সুজা।
তিনি জানান, মিশনারি স্কুলটির ভেতর তিনজন নান ছিলেন। একজনকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। বাকি দু’জনকে চেয়ারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, দুর্বৃত্তরা হামলার সময় অর্থ ও অন্যান্য জিনিসপত্র চুরি করে। সেই সঙ্গে চ্যাপেল, উপাসনার স্থান ভাঙচুর করে।
তবে কেন এই হামলার ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি এখন পর্যন্ত।
এই হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫