ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ব্রাদারহুড নেতাদের ফাঁসি কার্যকরে চূড়ান্ত আদেশের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
মিশরে ব্রাদারহুড নেতাদের ফাঁসি কার্যকরে চূড়ান্ত আদেশের আবেদন ছবি: সংগৃহীত

ঢাকা: মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহম্মদ বাদিসহ দলটির ১৪ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করতে মিশরের গ্র্যান্ড মুফতির কাছে চূড়ান্ত আদেশ কামনা করেছে দেশটির একটি আদালত।

বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশ ও সেনা প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে সোমবার (১৭ মার্চ) গ্র্যান্ড মুফতির কাছে এ আদেশ চাওয়া হয়েছে বলে বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে।



মিশরীয় আইন অনুযায়ী, কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরে চূড়ান্ত আদেশ মিশরের সুন্নি মুসলিমদের সর্বোচ্চ কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতি দিয়ে থাকেন। তিনি চাইলে দণ্ডপ্রাপ্তকে ক্ষমাও করে দিতে পারেন।

দণ্ডপ্রাপ্ত ১৪ ব্রাদারহুড নেতার মধ্যে দলটির প্রচার সম্পাদক সালাহ সোলতান এবং কাফর এল-শেইখ প্রদেশের সাবেক গভর্নর সাদ আল-হোসেইনিও রয়েছেন।

সেনা অভ্যত্থানে ২০১৩ সালের জুলাইয়ে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহম্মদ মুরসির পতনের পর কয়েক হাজার ব্রাদারহুড নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।