ঢাকা: মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের ঠিকানায় সায়ানাইড মেশানো দুগ্ধজাতীয় পদার্থের একটি পার্সেল পৌঁছাকে কেন্দ্র করে বেশ নড়েচড়ে বসেছে দেশটির গোয়েন্দা মহল।
সোমবার (১৬ মার্চ) পার্সেলটি হোয়াইট হাউজে পৌঁছায় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ।
তবে পার্সেলটি পাওয়ার পর প্রাথমিক পরীক্ষায় এতে কোনো ভেজাল বা বিষই ধরা পড়েনি। কিন্তু মঙ্গলবার (১৭ মার্চ) আরো পরীক্ষায় এতে সায়ানাইড রয়েছে বলে সন্দেহ করা হয়। বিস্তারিত পরীক্ষার জন্য পার্সেলটি মার্কিন গোয়েন্দা সংস্থার পরীক্ষাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র রবার্ট হব্যাক।
হোয়াইট হাউজে পৌঁছার পর যে ব্যক্তি প্রথম ওই পার্সেলটি খোলেন তিনি এখনও সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এদিকে সাম্প্রতিক বিভিন্ন নিরাপত্তা ত্রুটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের পরিচালক জোসেফ ক্ল্যানজিকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কংগ্রেশনাল কমিটি।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫