ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ব্যবসা গুটাচ্ছে ইয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
চীনে ব্যবসা গুটাচ্ছে ইয়াহু

ঢাকা: ব্যয় কমানোর অংশ হিসেবে চীনে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইন্টারনেট জায়ান্ট ইয়াহু।

সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবসায় নতুন মাত্রা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ইয়াহু।



২০০৫ সালে আলিবাবার কাছে চীনে নিজেদের ব্যবসা বিক্রি করে দেওয়ার পর শুধুমাত্র বেইজিংভিত্তিক গবেষণাকেন্দ্রটিই অবশিষ্ট ছিল ইয়াহুর। এবার সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে অন্তত সাড়ে তিনশ’ লোক চাকরিচ্যুত হতে চলেছেন বলে জানা গেছে।

এর আগে ২০১০ সালে চীনা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে সার্চ ইঞ্জিন গুগলও তাদের আংশিক কার্যক্রম বন্ধ করে দেয় দেশটিতে।

এদিকে, চলতি বছর প্রথমদিকে ব্যবসায়িকভাবে সাফল্য না পাওয়ায় ভিডিওগেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘জিঙ্গা’ তাদের কার্যালয় বন্ধ করে দেয়। এতে ৭০ জনেরও বেশি চাকরিজীবী বেকার হয়ে যায় বলে জানা গেছে।

চীনা মার্কেট সিসার্চের কনসাল্টেন্সি পরিচালক শাউন রেইন বলেছেন, চীনের বাজারে বিদেশি প্রতিষ্ঠানের সাফল্য পাওয়া অনেক কঠিন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।