ঢাকা: ইয়েমেনের বন্দরনগরী আদেনে প্রেসিডেন্ট আবদু রাবু মনসুর হাদির সমর্থকদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের সমর্থক বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে চলছে।
আব্দুল্লাহ সালেহের সমর্থক বিদ্রোহী গোষ্ঠী হুথির সঙ্গে যোগ দিয়েছে ইয়েমেন স্পেশাল ফোর্স।
আদেন শহরের বিমানবন্দরে এই সংঘর্ষ চলছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এ ঘটনায় আরো অন্তত ২১ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের কারণে বিমানবন্দরের সব প্লেন চলাচল স্থগিত করা হয়েছে।
খবরে বলা হয়, ইস্তফা দিতে হুথি বিদ্রোহীদের চাপের মুখে গত মাসে ইয়েমেনের রাজধানী সানা থেকে পালিয়ে যান আবদু রাবু মনসুর হাদি। এরপর আদেনে পৌঁছে এখনো তিনি ইয়েমেনের প্রেসিডেন্ট আছেন বলে ঘোষণা দেন। এরপরই সেখানে স্পেশাল ফোর্সের কমান্ডার আব্দুল হাফেজ আল সাক্কাফ পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫