ঢাকা: ইয়েমেনের দু’টি মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হুথি বিদ্রোহ গোষ্ঠী সমর্থিত জায়দি শিয়ার সমর্থকরা মসজিদ দু’টি ব্যবহার করতো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এক টুইটার বার্তায় ইয়েমেন আইএস এ হামলার দায় স্বীকার করে।
সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার বিকেলের এই হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।
শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসিজদে জড়ো হলে এ হামলা চালানো হয়। এর মধ্যে বদর মসজিদে চারজন ও আল-হাশুশ মসজিদে দু’জন আত্মঘাতী এ হামলা চালায়।
হামলার পর পানির স্রোতের মতো রক্তের প্রবাহ দেখা যায় বলে উল্লেখ করেন প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মদ আল আনসি নামে এক ব্যক্তি।
গত বছরের নভেম্বরে ইয়েমেনে শাখা খোলো আইএস।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫