ঢাকা: সিরিয়ায় দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন।
শুক্রবার (২০ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিশ অধ্যুষিত হাসাকাহ অঞ্চলের আল-মুফতি জেলায় হামলার এ ঘটনা ঘটে।
এ হামলায় জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে সিরিয়ায় মানবাধিকার সংস্থাগুলো।
কুর্দিশ ওয়াইপিজি সেনাদলের মুখপাত্র রেদুর জেলিলও আইএসকেই দায়ী করে জানান, হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে আইএস সংশ্লিষ্ট ‘রাক্কা মিডিয়া সেন্টার’র টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করা হলেও, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫