ঢাকা: মার্কিন হামলা ঠেকাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়ার। পারমাণবিক হামলা হলে যেকোনো মুহূর্তে এ অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে দেশটি।
শুক্রবার (২০ মার্চ) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিউন হক বোং।
নিজ দেশের ক্ষেপণাস্ত্রের অগ্রগতির কথা উল্লেখ করে বোং বলেন, পারমাণবিক হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রেরই শুধু একার অধিকার নেই।
তাহলে কি পারমাণবিক অস্ত্রবিস্তার রহিতকরণ চুক্তি-১৯৯৩ থেকে বেরিয়ে এসেছে উত্তর কোরিয়া, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ। যদি যুক্তরাষ্ট্র আমাদের ওপর হামলা চালায়, আমাদেরও পাল্টা হামলা চালানো উচিত। প্রচলিত যুদ্ধে প্রচলিত ধরণে, পারমাণবিক যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে আমরা প্রস্তুত।
তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা যুদ্ধে ভীতও নই।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫