ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ইয়েমেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ইয়েমেন: জাতিসংঘ

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট ইয়েমেনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জামাল বেনোমার।

রোববার (২২ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ সাবধানবাণী উচ্চারণ করেন।



গত কয়েক মাসে দেশটিতে আশঙ্কাজনক হারে সংঘাত বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।

চলমান সংকট নিরসনে সকল পক্ষকে একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখনই সমাধানের পথ খুঁজে বের করতে না পারলে ইরাক-লিবিয়া-সিরিয়ায় যে পরিস্থিতি চলছে, তার সম্মিলিত রূপ দেখা যাবে ইয়েমেনে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।