ঢাকা: তিউনিসিয়ার জাদুঘরে জঙ্গি হামলার প্রেক্ষিতে পুলিশের ছয় শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদের মধ্যে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রধানও রয়েছেন।
সম্প্রতি রাজধানী তিউনিসের বিখ্যাত বরদো মিউজিয়ামে আইএস জঙ্গিদের হামলায় ২৩ জন নিহত হন। নিহতদের ২০ জনই ইউরোপের পর্যটক। পরে দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। অন্যজন পালিয়ে যায়।
রোববার (২২ মার্চ) দেশটির প্রেসিডেন্ট বেজি সেইড ইসেবসি জানান, তিনজন জাদুঘরে হামলা চালায়। দুইজন নিহত হলেও একজন পালিয়ে বেড়াচ্ছে। সে রক্ষা পাবে না।
২০১১ সালে আরব বসন্তে জাইন আল-আবিদিন ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই সবেচেয় ভয়াবহ হামলা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫