ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কবল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব নগরীর দখল নিতে অভিযান শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা।
সিরিয়ার অন্যতম বৃহৎ বিদ্রোহী গ্রুপ আহরার আল শামের মুখপাত্র আবু ইয়াজিদ বলেন,‘অপারেশন টু ফ্রি ইদলিব’ নামে অভিহিত এ অভিযানে সাতটি বিদ্রোহী গ্রুপের সমন্বয়ে গঠিত বাহিনীর অংশ হিসেবে তাদের যোদ্ধারা লড়ছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানের প্রথম দুই ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর জানিয়ে তিনি বলেন, সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক হতাহতের সম্মুখীন হয়েছে। সরকারি বাহিনীর ব্যাপক প্রতিরোধ সত্ত্বেও বিদ্রোহী যোদ্ধারা নগরীর কিছু অংশ দখল করতে সক্ষম হয়েছেন। লড়াই এখনও চলছে বলে জানান তিনি।
২০১২ সাল সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকেই প্রদেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। তবে প্রাদেশিক রাজধানী ইদলিব নগরীর বেশিরভাগ অংশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর দখলে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫