ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকারগুলোর আচরণ পরিবর্তনে বাধ্য করেছে আইসিসি: বান কি মুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুন ৬, ২০১০

কাম্পালা: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত আট বছরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোর আচরণ পরিবর্তন করতে বাধ্য করেছে।

উগান্ডার রাজধানী কাম্পালায় আইসিসি কার্যক্রমের পর্যালোচনা বৈঠকে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ কথা বলেন।



তিরি আরো বলেন, ‘হেগভিত্তিক এই সংস্থাটি অপরাধীদের বিনাবিচারে পালিয়ে থাকার সুযোগ যেমন কমিয়ে দিয়েছে তেমনি যুদ্ধাপরাধের শিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন ক্ষেত্রও তৈরি করেছে। ’

তবে এরপরেও সদস্যদেশগুলোকে আরও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন বান কি মুন।

আফ্রিকায় আইসিসি পাঁচটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কোনো যুদ্ধাপরাধীকেই শাস্তি দেওয়া সম্ভব হয়নি।

আইসিসি’র অর্জন পর্যালোচনা করতে এবং এর বিধি বিধান আরও জোরদার করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে বিশ্বের ১০০’র বেশি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন।

বান কি মুন বলেন, ‘একসময় খুব কম লোকই বিশ্বাস করত এই আদালত একদিন এতটা সক্রিয় হবে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত করবে, অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। ’   

বান কি মুন বলেন, ‘জবাবদিহিতার এই যুগে কেউ অপরাধ করলে তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ’

তবে বিবিসি’র কাম্পালা প্রতিনিধি জানানÑ দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরসহ সরকারে আসীন কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এ অঞ্চলে শান্তির পরিবেশ বিঘিœত করা হয়েছে এমন অভিযোগও করছেন সমালোচকরা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১, ২০১০
আরআর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।