ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লি কুয়ানের সম্মানে জাতীয় শোক পালন করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, মার্চ ২৯, ২০১৫
লি কুয়ানের সম্মানে জাতীয় শোক পালন করছে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের স্মরণে রোববার (২৯ মার্চ) জাতীয় শোক ঘোষণা করেছে ভারত।

শোক দিবস পালন উপলক্ষে সারা দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ও কোনো দাপ্তরিক প্রমোদ অনুষ্ঠিত হবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।



গত ২৩ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৯১ বছর বয়সে পরলোক গমন করেন সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ। রোববার তার শেষকৃত্য পালন করছে দেশটি। অনুষ্ঠানে যোগ দিতে সেখানে উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য বিশ্বনেতারা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।