ঢাকা: রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আফগানিস্তানে তিন শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) গজনী প্রদেশের আন্দার জেলায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (৩১ মার্চ) নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
গজনীর প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র শফিকুল্লাহ নাং জানান, একটা মিনিভ্যানে করে কেনাকাটার পর পরিবারটি বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মাইন বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ তালেবান বিদ্রোহীদের এ ঘটনা জন্য দায়ী করেছে।
বিস্ফোরণস্থল পর্যালোচনা করে তালেবানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে আন্দারের জেলাশাসক কাসেম দিসিওয়াল অভিযোগ করেন, মার্কিন বাহিনীর সাথে যুদ্ধের সময় তালেবান জঙ্গিরা এই অঞ্চলে প্রচুর মাইন পুঁতে রাখে। আফগান বাহিনী প্রতিদিনই ২০-৩০টি করে মাইন নিষ্ক্রিয় করে এখানে।
তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি অন্য কোনো জঙ্গি সংগঠনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনো।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা,মার্চ ৩১, ২০১৫