ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কের ইয়ারমুকে প্রবেশ করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
দামেস্কের ইয়ারমুকে প্রবেশ করেছে আইএস

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ইয়ারমুক শরণার্থী শিবিরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে ইরাক ও সিরিয়ায় তৎপর চরমপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এ সময় আইএস জঙ্গিদের সঙ্গে ক্যাম্পে পূর্ব থেকে অবস্থানকারী বাশার বিরোধী অন্যান্য গ্রুপের যোদ্ধাদের লড়াই বেধে যায়।



গত বছরের নাটকীয় উত্থানের পর উত্তর ইরাকের বেশিরভাগ অংশ সহ সিরিয়ার পূর্ব ও মধ্যাঞ্চলীয় এলাকা দখল করে নিয়েছে আইএস।

বুধবার দিনের প্রথমভাগে নিকটবর্তী হাজার আসওয়াদ এলাকা থেকে ইয়ারমুকে প্রবেশ করে আইএস জঙ্গিরা। দিনের শেষে ইয়ারমুকের অধিকাংশ এলাকা দখল করে নেয় তারা।

১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইয়ারমুকের এই শরণার্থী শিবিরে আশ্রয় নেয় লক্ষাধিক ফিলিস্তিনি শরণার্থী। ২০১২ সালে আরব-ইসরায়েল লড়াই শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের দফায় দফায় লড়াইয়ের শিকার হয় এই শরণার্থী শিবির।

লড়াই শুরুর পর অধিকাংশ ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেলেও এখনও সেখানে কমপক্ষে ১৮ হাজার ফিলিস্তিনি শরণার্থী বসবাস করেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।