ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস-আল কায়দার হয়ে লড়ছে ১শ’ দেশের ২৫ হাজার যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
আইএস-আল কায়দার হয়ে লড়ছে ১শ’ দেশের ২৫ হাজার যোদ্ধা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে অন্তত একশ’টি দেশ থেকে আসা পঁচিশ হাজারেরও বেশি যোদ্ধা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা নেটওয়ার্ক এবং ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সম্প্রতি জাতিসংঘ বিশ্লেষকরা নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।



প্রতিবেদনে জানানো হয়, কমপক্ষে বাইশ হাজার যোদ্ধা সিরিয়া ও ইরাকে আইএস এর হয়ে লড়াই করছে যার বেশিরভাগই বিদেশি। এছাড়া প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি আফগানিস্তানে আল কায়দার হয়ে কাজ করছে। একই সঙ্গে ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান ও সোমালিয়ায় এই দুই সংগঠনের হয়ে লড়াই করছে আরো কয়েকশ’ বিদেশি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে জাতিসংঘের ১৫ সদস্যের নিরপত্তা পরিষদের এক বৈঠকে বিদেশি যোদ্ধাদের আইএসে যোগদানের বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়। জঙ্গি সংগঠনটির প্রতি বিদেশিদের এই ঝুঁকে পড়ার প্রবণতা জাতীয় নিরাপত্তাকে কতখানি হুমকিতে ফেলে, তা যাচাই করাই ছিল এই প্রতিবেদনের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।