ঢাকা: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক-২০২৪ ভারতের মাটিতে হোক এমনটিই চাইছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি এপ্রিল মাসের শেষ দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে মোদীর এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, টমাস বাখ আগামী ২৭ এপ্রিল নয়াদিল্লি সফরে আসবেন।
একটি সাক্ষাত্কারে বাখ একবার বলেছিলেন, যে দেশের জনসংখ্যা ১শ’ ২০ কোটি, সে দেশের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিৎ।
২০২৪-এর অলিম্পিক আয়োজন করতে আগ্রহী দেশগুলোর আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের অক্টোবর মাসে। অলিম্পিক কমিটি ২০১৬ সালের মে মাসে সেই তালিকা খতিয়ে দেখে ২০১৭ সালের জুলাই মাসে চূড়ান্ত পর্যায়ে মনোনীত দেশের নাম ঘোষণা করবে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫